যুক্তরাষ্ট্রে আরও ১৫শ মৃত্যু, নতুন শনাক্ত ৭১ হাজার - live tv online

যুক্তরাষ্ট্রে আরও ১৫শ মৃত্যু, নতুন শনাক্ত ৭১ হাজার

ওয়াশিংটন, ০১ আগস্ট- করোনায় সবচেয়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে আরও দেড় হাজার মানুষের প্রাণ কেড়েছে করোনা। এতে করে মৃতের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে। নতুন করে প্রায় ৭১ হাজার মানুষের করোনা শনাক্ত হওয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৭ লাখে দাঁড়িয়েছে। আক্রান্ত ও প্রাণহানির বড় একটি অংশ ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, নিউ জার্সি, ইলিনয়েস ও জর্জিয়ার মতো অঙ্গরাজ্যগুলোর। এমতাবস্থায় কার্যকরি ভ্যাকসিনের পথচেয়ে দিন গুনছে সর্বোচ্চ ক্ষমতার দেশটি। তবে, ট্রাম্পের দেশে কমেছে সুস্থতার হার। এখন পর্যন্ত আক্রান্তদের অর্ধেক রোগী স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন। যার সংখ্যা ২৩ লাখ ২৭ হাজার। বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বেশিরভাগ ভাইরাস পরীক্ষা স্রেফ অপচয় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার। এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা এখন ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার পৌনে ৫ লাখ ২ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ১৯৪ জনের। ফ্লোরিডায় সংক্রমণ এক লাফে চার লাখ ৭০ হাজার পেরিয়েছে। ইতিমধ্যে সেখানে ৬ হাজার ৮৪৩ জনের মৃত্যু হয়েছে করোনায়। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৪ লাখ ৪৩ হাজার। এর মধ্যে ৩২ হাজার ৭৬৫ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪৩ হাজার ছাড়িয়ে গেছে। যেখানে প্রাণহানি ঘটেছে ৬ হাজার ৯৯৮ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ ৮৭ হাজারের বেশি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৮৯৭ জনের। এছাড়া, ইলিনয়স, জর্জিয়া, অ্যারিজোনা, ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা ও লুসিয়ানার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। সূত্র: একুশে টিভি এম এন / ০১ আগস্ট

যুক্তরাষ্ট্রে আরও ১৫শ মৃত্যু, নতুন শনাক্ত ৭১ হাজার

No comments

Featured Post

Phirki Full Episode 2021

Phirki Full Episode 2021 Zee Bangla is an Indian broadcast channel for general entertainment in the Bengali language . As part of the Esse...

Powered by Blogger.