ভিক্টোরিয়ায় লকডাউনেও বাড়ছে আক্রান্ত-মৃত্যু
মেলবোর্ন, ৩১ জুলাই - নতুন করে লকডাউনের মধ্যেও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। জানা যায়, বৃহস্পতিবার একদিনেই রাজ্যটিতে রেকর্ড ৭২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছে ১৩ জন। এর আগে ভিক্টোরিয়ায় একদিনে সর্বোচ্চ ৫৩২ রোগী শনাক্ত হয়েছিল গত সোমবার। এরপর একলাফেই সংক্রমণ ৩৬ শতাংশ বেড়েছে। ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নে ছয় সপ্তাহের লকডাউন জারি থাকার মধ্যেও সংক্রমণ বাড়ছে। এতে লকডাউন কোনও কাজে আসছে না বলে সংশয় দেখা দিয়েছে। গত সপ্তাহে ভিক্টোরিয়া সরকার বলেছে, অসুস্থ মানুষেরা ঠিকভাবে আইসোলেশনের নিয়ম মানছেন না। তাছাড়া, অসুস্থ অনেকেই সময়মত ভাইরাস পরীক্ষা করাচ্ছেন না। একারণে লকডাউন জারি থাকার পরেও করোনাভাইরাসের বিস্তার ঘটছে। আরও পড়ুন: ছাত্রের প্রস্তাবে প্রাপ্তবয়স্ক ভেবে সম্পর্কে জড়িয়েছি, মানলেন না বিচারক ভিক্টোরিয়ার কর্মকর্তারা যাদের করোনাভাইরাসের উপসর্গ আছে তাদেরকে দ্রুতই পরীক্ষা করানোর জন্য নতুন করে আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার অস্ট্রেলিয়াজুড়ে যত মানুষের ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে তার বেশিরভাগই ভিক্টোরিয়া রাজ্যের। এর মধ্যে মেলবোর্নের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছে বহুসংখ্যক মানুষ। মেলবোর্নে জুনে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করার পর থেকে সেখানে কেবল চলতি মাসেই ৭ হাজারের বেশি মানুষের ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মহামারীর দ্বিতীয় পর্যায়ে অস্ট্রেলিয়ায় মোট আক্রান্তের হিসাবে প্রায় ৯৫ শতাংশই মেলবোর্নের। বৃহস্পতিবার ভিক্টোরিয়ায় রেকর্ড সংক্রমণ নিয়ে পুরো অস্ট্রেলিয়াতেই উর্ধ্বমুখী হয়েছে সংক্রমণের পরিসংখ্যান। গতমাসে দেশটির অন্যান্য অনেক রাজ্যই ভিক্টোরিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করেছে। মেলবোর্ন থেকে বাসিন্দাদের ভ্রমণের মধ্য দিয়ে নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে ভাইরাস ছড়িয়েছে। কর্তৃপক্ষ এখন সংক্রমণ সামাল দিতে হিমশিম খাচ্ছে। বুধবার কুইসল্যান্ড সংক্রমণের ঝুঁকি কমাতে সিডনি থেকে রাজ্যটিতে কারও প্রবেশ নিষিদ্ধ করেছে। সূত্র : বিডিনিউজ এন এইচ, ৩১ জুলাই
ভিক্টোরিয়ায় লকডাউনেও বাড়ছে আক্রান্ত-মৃত্যু
ভিক্টোরিয়ায় লকডাউনেও বাড়ছে আক্রান্ত-মৃত্যু

No comments