করোনাভাইরাস: আগের রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ভারতে
নয়াদিল্লি, ২৩ আগস্ট- আগের সব রেকর্ড ভেঙে গত একদিনে সর্বোচ্চ করোনাভাইরাসে আক্রান্তের রেকর্ড হয়েছে ভারতে। শনিবার সকালে দেশটির স্বাস্থ্য বিভাগ থেকে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ ঘটেছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ৮৭৮ জন। এর ফলে এপর্যন্ত মোট করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ লাখ ৭৫ হাজার ৭০১ জন। আর গত ২৪ ঘণ্টায় ৯৫৩ জনের মৃত্যুসহ মোট মারা গেছে ৫৫ হাজার ৯২৮ জন। প্রায় ২২ লাখ মানুষ করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে বলছে ভারতের স্বাস্থ্য বিভাগ। শুক্রবার ১০ লাখ ২৩ হাজার ৮৩৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। ভারতে করোনা সংক্রমণের বেশীরভাগ রোগী দেশের পাঁচটি রাজ্য-মহারাষ্ট্র, তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, এবং উত্তরপ্রদেশ। সূত্র: চ্যানেল আই এমএ/ ২৩ আগস্ট
করোনাভাইরাস: আগের রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ভারতে
করোনাভাইরাস: আগের রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ভারতে
No comments