পুতিনের বিজয় সংকেত ও উহানের সুবাতাস
প্রাণসংহারী করোনাভাইরাস যখন তরতর করে বিজয়ের সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাচ্ছে, ঠিক এমন সময় পুতিন যেন ‘খামোশ’ বলে পথ আগলে দাঁড়ালেন। রূপান্তরে সুপটু এই ভাইরাস গত কয়েকটি মাসে খেল তো আর কম দেখাল না! দুনিয়াজুড়ে তার অশুভ ছোঁয়ায় দুই কোটির বেশি মানুষ সংক্রমিত। শুধু অসুস্থতা দিয়েই মানুষকে এই প্রায় অদৃশ্য ভাইরাস নাকানি-চুবানি খাওয়াচ্ছে, তা তো নয়। জীবন-জীবিকা অচল হওয়ায় দেশে দেশে অর্থনীতিতে নেমেছে ধস।... বিস্তারিত
পুতিনের বিজয় সংকেত ও উহানের সুবাতাস

No comments