ইতালিতে গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ
রোম, ১৬ আগস্ট - ইতালিতে ফের করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে ৬২৪ জন আক্রান্ত হয়েছে। যা গেল তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এমনটাই জানিয়েছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। সবশেষ গেল ২৩ মে ইতালিতে একদিনে সর্বোচ্চ ৬৬৯ জন আক্রান্ত হয়েছিল। এরপর থেকে আক্রান্তের সংখ্যা কমেছে। কমতে কমতে ২০০ এর নিচেও নেমেছিল। কয়েক সপ্তাহ আগেও ইতালিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০০ এর মধ্যে। কিন্তু গেল কয়েকদিন ধরে আবার বাড়তে শুরু করেছে সংক্রমণ। আরও পড়ুন: রাশিয়ার টিকা নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ, স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগ শনিবার (১৫ আগস্ট) ৬২৯ জন আক্রান্ত হওয়ায় ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৫৩ হাজার। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ৩৫ হাজার ৩৯২ জন। যা বিশ্বের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ। বিভিন্ন দেশের পর্যটক ও যারা ছুটি কাটানোর জন্য বিভিন্ন দেশে গিয়েছিল তারা ইতালিতে ফেরার পরই নতুন করে এই সংক্রমণ শুরু হয়েছে। সূত্র : বিডিলাইভ২৪ এন এইচ, ১৬ আগস্ট
ইতালিতে গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ
ইতালিতে গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ

No comments