নিউজিল্যান্ডে করোনায় আক্রান্ত আরও ১৪ জন
ওয়েলিংটন, ১৩ আগস্ট - ১০২ দিন পর গত মঙ্গলবার (১১ আগস্ট) নিউজিল্যান্ডে প্রথমবার স্থানীয় কারও করোনাভাইরাস পজিটিভ আসে। দেশে আবার করোনা ফিরে আসার কারণ সন্ধান করতে গিয়ে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। এরই মধ্যে বৃহস্পতিবার (১৩ আগস্ট) আরও চারজন কোভিড রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ১৩ জনই স্থানীয়ভাবে সংক্রমিত। সব মিলিয়ে দেশে ৩৬ জন সক্রিয় করোনা রোগী রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন টেলিভিশনে সংবাদ সম্মেলনে বলেছেন, কতটা গুরুতর পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি তা দেখতে পারছি। অভিজ্ঞতা বলছে এই ঘটনা ভালো হওয়ার আগে আরও খারাপ হতে চলেছে। আরও পড়ুন: লকডাউন মানাতে অস্ট্রেলিয়ায় সেনা মোতায়েন! আগামী কয়েকদিনে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা নিউজিল্যান্ডের সরকার প্রধানের। কর্মকর্তারা বলছেন স্থানীয়ভাবে সংক্রমিত ১৩ জনের প্রত্যেকের সঙ্গে অকল্যান্ডের চারজনের পরিবারের যোগসূত্র রয়েছে, যেখান থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার সংক্রমণ। সূত্র : রাইজিংবিডি এন এইচ, ১৩ আগস্ট
নিউজিল্যান্ডে করোনায় আক্রান্ত আরও ১৪ জন
নিউজিল্যান্ডে করোনায় আক্রান্ত আরও ১৪ জন

No comments