দাউদের অবস্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরকে মিথ্যাচার বলল পাকিস্তান
ইসলামাবাদ, ২৩ আগস্ট - দাউদ ইব্রাহিমের অবস্থান নিয়ে ভারতীয় গণমাধ্যম যে খবর প্রকাশ করেছে তাকে মিথ্যাচার বলে মন্তব্য করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার বিবৃতিতে বলেছে, দেশের মাটিতে দাউদের উপস্থিতির কথা স্বীকারই করেনি পাকিস্তান। সংবাদমাধ্যমের রিপোর্ট সম্পূর্ণ মিথ্যাচার। শনিবার ভারতের কয়েকটি গণমাধ্যম দাবি করে, ফিন্যান্সিয়াল অ্যাকশন টার্স্ক ফোর্সের (এফএটিএফ) চাপে পাকিস্তানের ইমরান খান সরকার মুম্বাইয়ের ধারাবাহিক বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত দাউদ ইব্রাহিমসহ বেশ কয়েকজন জঙ্গি নেতার তথ্য প্রকাশ করেছে। আরও পড়ুন: ভারতে করোনায় মারা গেছেন ৫৬ হাজারের বেশি প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান কর্তৃপক্ষ ওই সব জঙ্গি নেতা এবং তাদের সংগঠনের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। কিন্তু পাকিস্তান বলছে, দাউদের কোনো তথ্যই তাদের কাছে নেই। ভারতের গণমাধ্যম মনগড়া খবর ছেপেছে। যুক্তরাষ্ট্র ২০০৩ সালে দাউদকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে আখ্যা দেয়। একই সঙ্গে ইন্টারপোলও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ের ১৩টি স্থানে বিস্ফোরণ হয়। এতে সাড়ে তিনশ সাধারণ মানুষ নিহত হয়। ভারতের পুলিশের ধারণা, এ বোমা হামলায় দাউদের হাত ছিল। এরপর থেকেই তাকে খুঁজছে ভারতের পুলিশ। সূত্র : দেশ রূপান্তর এন এইচ, ২৩ আগস্ট
দাউদের অবস্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরকে মিথ্যাচার বলল পাকিস্তান
দাউদের অবস্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরকে মিথ্যাচার বলল পাকিস্তান
No comments