নরওয়ের এক প্রমোদতরীর কমপক্ষে ৪১ জন করোনায় আক্রান্ত
অসলো, ০৪ আগস্ট - নরওয়ের একটি প্রমোদতরীর কমপক্ষে ৪১ জন যাত্রীর দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। এমএস রোল্ড আমান্ডসেন নামের ওই প্রমোদতরীটির আরও শত শত যাত্রী কোয়ারেন্টাইনে আছেন। করোনা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন তার। প্রমোদতরীটির মালিকানা কোম্পানি এ তথ্য দিয়েছে। এক প্রতিবেদন অনুযায়ী নরওয়েজিয়ান ফার্ম হার্টিগ্রুটেন নামের কোম্পানির মালিকানাধীন ওই প্রমোদতরীটি গত শুক্রবার নরওয়ের উত্তরাঞ্চলের ট্রোমসো নামক বন্দরে নোঙ্গর করে। প্রাদুর্ভাবের শঙ্কায় এরপর কোম্পানিটি তাদের সকল প্রমোদতরীর চলাচল বন্ধ করে রেখেছে। আরও পড়ুন: স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস দুর্নীতির অভিযোগে দেশ ছাড়ছেন হার্টিগ্রুটেনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল স্কেলডাম সোমবার এক বিবৃতিতে বলেন, এর সঙ্গে জড়িত সবার জন্য এটা একটা ভয়ানক পরিস্থিতি। আমরা আমাদের ভালোটা করতে পারিনি এবং আমরা ভুল করেছি। প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে আমাদের অভ্যন্তরীণ কার্যপ্রণালীর অনেগুলো ভেঙ্গে পড়ায় এমনটা হয়েছে। নরওয়ের সরকার ঘোষণা করেছে যে, শতাধিক যাত্রী বহনকারী প্রমোদতরীগুলো যেন কমপক্ষে ১৪ দিনের জন্য যাত্রীদের নামানো বন্ধ করে দেওয়া হবে। পুলিশ বলছে, প্রাদুর্ভাব শুরুর আগে রোল্ড আমান্ডসেন নামের ওই প্রমোদতরী কোনো ধরনের আইন লঙ্ঘন করেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। বার্তা সংস্থাকে দেশটির এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে, একটি মামলা শুরু করার জন্য আমরা ভিত্তি পেয়ে গেছি। প্রসঙ্গত, নরওয়েতে এখন পর্যন্ত নয় হাজারের বেশি মানুষের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের ২৫৬ জন মারা গেলেও ৮ হাজার ৭৫২ জন এখন সুস্থ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৪ আগস্ট
নরওয়ের এক প্রমোদতরীর কমপক্ষে ৪১ জন করোনায় আক্রান্ত
নরওয়ের এক প্রমোদতরীর কমপক্ষে ৪১ জন করোনায় আক্রান্ত

No comments