ভাসা জাদুঘর: পৃথিবীর বৃহত্তম ধাঁধা!
সতেরো শতকের কথা। পোল্যান্ড-লিথুয়ানিয়া আর সুইডেনের মধ্যে তখন বিরাজ করছে তীব্র রেষারেষি। সুইডেনের তৎকালীন রাজা, উত্তরের সিংহ হিসেবে পরিচিত গুস্তাভাস দ্বিতীয় অ্যাডোলফ চিন্তা করে দেখলেন বাল্টিক সাগরে নিজেদের একটা শক্তিশালী নৌ অবস্থান তৈরি না করলে তো আর হচ্ছে না। ইতিমধ্যেই কিছু যুদ্ধে পোলিশদের হাতে পড়ে হারাতে হয়েছে কয়েকটি যুদ্ধজাহাজ। যেমন ভাবনা তেমন কাজ। আদেশ দিলেন, তৈরি করতে হবে দুর্ধর্ষ আর... বিস্তারিত
ভাসা জাদুঘর: পৃথিবীর বৃহত্তম ধাঁধা!

No comments