মার্কিন নির্বাচনের আগের দিন ধেয়ে আসছে গ্রহাণু: নাসা
ওয়াশিংটন, ২৩ আগস্ট-চলতি ২০২০ সাল যেন নানা বিপত্তির বছর। এ বছরের শুরুতেই পৃথিবীতে শক্তিশালী রূপ নিয়ে চীন থেকে সংক্রমণ ছড়াতে শুরু করে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের তাণ্ডবে ইতোমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকাসহ গোটা বিশ্ব। মহামারী রূপ নেওয়া এই ভাইরাসকে কোনওভাবেই থামানো যাচ্ছে না। এই ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। সেখানে এখনও দুর্বার গতিতে তাণ্ডব চালাচ্ছে করোনা। এই পরিস্থিতির মধ্যেই আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। আরও পড়ুন:করোনাভাইরাস নিয়ন্ত্রণে নেওয়াই প্রথম পদক্ষেপ হবে: বাইডেন আর সেই নির্বাচনের আগের দিন পৃথিবীতে আরেক বিপদ। এদিন পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি গ্রহাণু। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই তথ্য দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ধেয়ে আসা ওই গ্রহাণুর ব্যাস ০.০০২ কি.মি বা প্রায় ৬.৫ ফুট। তবে ধেয়ে আসা এই গ্রহাণু পৃথিবীতে গভীর কোনও প্রভাব ফেলবে না। সূত্র: সিএনএন এমএ/ ২৩ আগস্ট
মার্কিন নির্বাচনের আগের দিন ধেয়ে আসছে গ্রহাণু: নাসা
মার্কিন নির্বাচনের আগের দিন ধেয়ে আসছে গ্রহাণু: নাসা
No comments