বলির পাঁঠা করা হয়েছে তাবলিগ জামাত সদস্যদের! - live tv online

বলির পাঁঠা করা হয়েছে তাবলিগ জামাত সদস্যদের!

মুম্বাই, ২২ আগস্ট- দিল্লির নিজামুদ্দিন মারকাজের ধর্মসভায় যোগ দেওয়া বিদেশি তাবলিগ জামাত সদস্যদের বিরুদ্ধে হওয়া মামলা খারিজ করে দিল মুম্বাই হাই কোর্ট। শুক্রবার মুম্বাই হাই কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ মোট ২৯ জন জামাত সদস্যের বিরুদ্ধে হওয়া মামলা খারিজ করে দেয়। তাঁদের বিরুদ্ধে মহামারী আইন, বিপর্যয় মোকাবিলা আইন, এবং ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করেছিল মহারাষ্ট্র পুলিশ। কিন্তু বম্বে হাই কোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চের দুই বিচারপতির পর্যবেক্ষণ, পুলিশ রাজনৈতিক চাপে পড়ে ওই জামাত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিচারপতি টিভি তালাওয়াড়ে এবং বিচারপতি এম জি সেউলিকরের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, মনে হচ্ছে, রাজ্য সরকার রাজনৈতিক চাপে পড়ে পদক্ষেপ করেছে। আর পুলিশও সরকারি নির্দেশের বিরোধিতা করার সাহস পায়নি। যখনই কোনও বিপর্যয় হয়, বা কোনও মহামারী আসে, সরকার একটা বলির পাঁঠা খোঁজে। আর এক্ষেত্রে মনে হচ্ছে, এই বিদেশিদেরই বলির পাঁঠা করার জন্য বেছে নেওয়া হয়েছে। ওই জামাত সদস্যদের দাবি ছিল, ভারত সরকারের দেওয়া বৈধ ভিসাতেই তাঁরা এদেশের সংস্কৃতি এবং আতিথেয়তা উপভোগ করতে এসেছিলেন। আর বিমানবন্দরে তাঁদের করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরই বাইরে বেরনোর অনুমতি দেওয়া হয়েছিল। এমনকী লকডাউনের সময় তাঁরা কখন কোথায় ছিলেন, সেই সব তথ্য জেলাশাসকদের দিয়েছেন। আরও পড়ুন:ভারতে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ আক্রান্ত আবেদনকারীদের এই যুক্তি মেনে নিয়ে তাঁদের বিরুদ্ধে মামলা খারিজ করে দেয় বম্বে হাই কোর্টের এই ডিভিশন বেঞ্চ। বস্তুত মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতের এক ধর্মসভায় অংশগ্রহণকারী বহু তবলিঘি সদস্য করোনায় আক্রান্ত হন। তারপরই ওই সংগঠনটি সরকারের রোষের মুখে পড়েছে। নির্দেশ অমান্য করে ধর্মীয় কার্যকলাপ এবং জমায়েত করার অভিযোগ ইতিমধ্যেই তাবলিগ জামাতের প্রায় ৩৫০০ বিদেশি সদস্যকে ব্ল্যাকলিস্ট বা কালো তালিকাভুক্ত করেছে কেন্দ্র। বিশ্বের প্রায় ৩৫টি দেশের বাসিন্দা এই তালিকায় আছেন। এর আগে তাবলিগ জামাতের বিদেশি সদস্যদের কালো তালিকাভুক্ত করা নিয়ে সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে সরকারকে। এবার মহারাষ্ট্র সরকারকে বম্বে হাই করতে একপ্রকার তিরস্কৃত হতে হল। সূত্র: সংবাদ প্রতিদিন এমএ/ ২২ আগস্ট

বলির পাঁঠা করা হয়েছে তাবলিগ জামাত সদস্যদের!

No comments

Featured Post

Phirki Full Episode 2021

Phirki Full Episode 2021 Zee Bangla is an Indian broadcast channel for general entertainment in the Bengali language . As part of the Esse...

Powered by Blogger.