ভারতে ২০ দিনেই ১২ লাখ করোনা শনাক্ত - live tv online

ভারতে ২০ দিনেই ১২ লাখ করোনা শনাক্ত

নয়াদিল্লী, ২১ আগস্ট- করোনাভাইরাস পরিস্থিতি ভারতে দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। চলতি মাসের প্রথম কুড়ি দিনে ১২ লাখের বেশি আক্রান্ত দেখেছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটি। ঊর্ধ্বমুখী নমুনা পরীক্ষায় আশঙ্কজনকহারে করোনা শনাক্ত হলেও সুস্থতার হার স্বস্তি দিচ্ছে ভারতকে। দেশটিতে গত একদিনে সর্বোচ্চ ৬২ হাজারের বেশি রোগী স্বাভাবিক জীবনে ফিরেছেন। অপরদিকে, টানা দুই সপ্তাহে গড়ে অর্ধলক্ষের বেশি শনাক্তে আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ছাড়িয়ে গেছে। আর প্রাণহানি বেড়ে ৫৫ হাজার হতে চলেছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৮ হাজার ৮৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২৯ লাখ ৫ হাজার ৮২৩ জনে দাঁড়িয়েছে। যার ষাট শতাংশই চার রাজ্যের (মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ)। অন্যদিকে, গত একদিনে প্রাণহানি ঘটেছে ৯৮৩ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ৫৪ হাজার ৮৪৯ জনের মৃত্যু হলো করোনায়। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২৬ লাখ ৬১ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮ লাখ ৫ হাজারের অধিক। দক্ষিণ এশিয়ার দেশটিতে সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। তারপরেই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটক এবং তেলেঙ্গানা। এদিকে বিশ্ব তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ হলো ভারত। আর প্রাণহানিতে চতুর্থ। এদিকে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৪৩ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ২১ হাজার ৩৫৯ জন মানুষের। আরও পড়ুন: ট্রায়ালের আগেই ভ্যাকসিনের ছাড়পত্র দিতে পারে ভারতও আক্রান্ত ও প্রাণহানিতে রাজধানী দিল্লিকে টপকানো তামিলনাড়ুতে মৃতের সংখ্যা ৬ হাজার ২৩৯ জন। আর আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে সাড়ে ৩ লাখ ছাড়িয়ে গেছে। তিনে থাকা অন্ধ্রপ্রদেশে করোনার শিকার ৩ লাখের বেশি। তবে, প্রাণহানি কিছুটা কম এখানে। যার সংখ্যা ৩ হাজারের বেশি মানুষের। দিল্লিতে করোনার থাবায় প্রাণ গেছে ৪ হাজার ২৫৭ জনের। আর ভুক্তভোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৫৭ হাজার ৩৫৪ জনে দাঁড়িয়েছে। বর্তমানে সেখানে কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে করোনার দাপট। সংক্রমণ ঠেকাতে ভারতে প্রথমদিকে সামাজিক দূরত্বের উপর জোর দেওয়া হয়েছিল। কিন্তু এখন লকডাউনের কড়াকড়ি নেই। অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়ায় বাজার-হাট, গণপরিবহনে বেড়েছে লোকের ভিড়। বেড়েছে একে অপরের সংস্পর্শে আসার সম্ভাবনাও। তাই, প্রতিদিনই আশঙ্কাজনকহারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থতা লাভ করেছেন ৬২ হাজার রোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ২১ লাখ ৫৮ হাজার ৯৪৬ জনে দাঁড়িয়েছে। যা ভারত সরকারকে স্বস্তি দিচ্ছে। দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৬ লাখ ৯২ হাজারের বেশি। সূত্র : একুশে টিভি এম এন / ২১ আগস্ট

ভারতে ২০ দিনেই ১২ লাখ করোনা শনাক্ত

No comments

Featured Post

Phirki Full Episode 2021

Phirki Full Episode 2021 Zee Bangla is an Indian broadcast channel for general entertainment in the Bengali language . As part of the Esse...

Powered by Blogger.