চীন-পাকিস্তান সম্পর্ক আরও জোরদার হচ্ছে
বেইজিং, ২২ আগস্ট - পারস্পরিক স্বার্থরক্ষা ও সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতা আরও বৃদ্ধি করতে সম্মত হয়েছে পাকিস্তান ও চীন। চীনের হাইনান প্রদেশে শুক্রবার স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। খবর আনাদোলু ও সিনহুয়া। দুই পররাষ্ট্রমন্ত্রী এদিন দ্বিতীয় দফা কৌশলগত সংলাপে মিলিত হন। বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেন কোরেশি এবং ওয়াং ই। আরও পড়ুন: চীনের ভাই পাকিস্তান? দুই পররাষ্ট্রমন্ত্রী এক মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার বিরোধিতা করে বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার প্রতি জোর সমর্থন জানান। তারা দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি এ অঞ্চলে সৃষ্ট যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান। সাক্ষাতে চীনের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধানের পক্ষে কথা বলেন। তিনি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের মাধ্যমে নিষেধাজ্ঞা পুনর্বহালের মার্কিন প্রচেষ্টারও ঘোর বিরোধিতা করেন। সূত্র : যুগান্তর এন এইচ, ২২ আগস্ট
চীন-পাকিস্তান সম্পর্ক আরও জোরদার হচ্ছে
চীন-পাকিস্তান সম্পর্ক আরও জোরদার হচ্ছে
No comments