করাচিতে সেরা কমান্ডোদের ঘেরাটোপে আছে দাউদ, ফাঁস করে ইজাজ
নয়াদিল্লি, ২২ আগস্ট- পাকিস্তানের সেনাবাহিনীর ছত্রছায়ায় রয়েছেন ভারতের মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিম। একথা নতুন নয়। তবে চলতি বছর দাউদ ঘনিষ্ঠের এজাজের কাছ থেকে আরও চাঞ্চল্যকর তথ্য পায় ভারতীয় গোয়েন্দারা। গত মাসখানেক আগে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার হয় এজাজ লাকড়াওয়ালা। দাউদ ইব্রাহিম আর ছোটা রাজনের ঘনিষ্ঠ ছিল এই ইজাজ। দীর্ঘদিন দাউদ এবং রাজনের হয়ে কাজ করে ইজাজ। তদন্তকারীদের জেরায় সে জানায়, পাকিস্তানের করাচিতেই আছে দাউদ ইব্রাহিম। শুধু তাই নয়, জেরায় সে জানায়, পাকিস্তানের আইএসআই-এর ঘেরাটোপে আছে দাউদ ইব্রাহিম। সেরা কমান্ডোদের দিয়ে ঘিরে রাখা হয়েছে দাউদকে। ছোটা শাকিলকেও নিরাপত্তার বন্দোবস্ত করিয়ে দেওয়া হয়েছে। তবে জেরায় আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। লাকড়াওয়ালা জেরায় জানায় যে, মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের শরীরের একাধিক অংশে পচন ধরতে শুরু করেছে। তবে এই মুহূর্তে পাকিস্তানেই রয়েছে মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। পাকিস্তান থেকেই দাউদ তার ডি-কোম্পানি চালাচ্ছে। অবশেষে তা স্বীকার করে নিল পাকিস্তান। যা বড়সড় ভারতের কূটনৈতিক জয় বলেই মনে করা হচ্ছে। এদিন পাক বিদেশমন্ত্রকের তরফে এই খবর জানা গিয়েছে। এমনকি ইমরান খান সরকার দাউদের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। শুধু দাউদ নয়, এদিন ৮৮ জন কুখ্যাত জঙ্গির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান। যার মধ্যে রয়েছে হাফিজ সঈদ, মাসুদ আজহারের নামও। অন্যদিকে, পাকিস্তানে দাউদের সঙ্গে একাধিকবার দেখা করেছে বলে পুলিশকে জানিয়েছে ধৃত ইজাজ লাকড়েওয়ালা। তবে শারীরিকভাবে নাকি দাউদ এখন ভীষণ অসুস্থ। মাফিয়া ডনের শরীরের একাধিক অংশে নাকি পচন ধরতে শুরু করেছে। মুম্বই পুলিশের জেরায় এমনই জানায় দাউদ ঘনিষ্ঠ ইজাজ। আরও পড়ুন: স্বামীকে খুন, দুই প্রেমিক-সহ গ্রেফতার মাস্টারমাইন্ড স্ত্রী! পুলিশকে ইজাজ আরও জানায়, পাকিস্তানেই নিয়মিত চিকিৎসা করানো হচ্ছে দাউদের। শরীরের পচন সারাতে নিয়মিত কড়া ডোজের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে মাফিয়া ডনকে। এখনও নাকি নিয়মিত হজ-যাত্রায় যায় দাউদ ইব্রাহিম। দুদশক ধরে দাউদের ডি কোম্পানির অন্যতম মাথা ইজাজ লাকড়েওয়ালা। গত মাসখানেক আগে পুলিশের হাতে ধরা পড়ে যায় এজাজ। ইজাজ ভারত ছেড়ে পালাতে চেষ্টা করছিল। ভারত ছাড়ার আগেই মুম্বই পুলিশের জালে ধরা পড়ে যায় ইজাজ। ইজাজকে ধরে দিতে সাহায্য করে তার কন্যা শিফার পাসপোর্ট। ইজাজ দেশ ছাড়ার আগে তার মেয়ে শিফা নেপালে যাওয়ার চেষ্টা করে। সেই সময় শিফার কাছ থেকে জাল পাসপোর্ট উদ্ধার হয়। জাল পাসপোর্টের সূত্র ধরেই তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। সেই তদন্তের সূত্র ধরেই শেষমেশ দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ ইজাজ লাকড়েওয়ালার খোঁজ মেলে। ইজাজকে জেরা করে দাউদ ইব্রাহিম সম্পর্কে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের দাবি, শুধু দাউদই নয়, এদেশে কোথায় কোথায় দাউদের নেটওয়ার্ক এখনও সক্রিয় আছে, ইজাজকে জেরায় সেই সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য মিলবে। সূত্র : কলকাতা ২৪x৭ এম এন / ২২ আগস্ট
করাচিতে সেরা কমান্ডোদের ঘেরাটোপে আছে দাউদ, ফাঁস করে ইজাজ
করাচিতে সেরা কমান্ডোদের ঘেরাটোপে আছে দাউদ, ফাঁস করে ইজাজ
No comments