সেই রামোসের না থাকাই ভোগালো রিয়ালকে
ম্যাচের আগেই আলোচনা হচ্ছিল, রামোসের না থাকা নিয়ে। প্রথম লেগে লাল কার্ড দেখে এই ম্যাচে খেলতে না পারা রামোসের অভাব ঠিক কতটুকু ভোগাবে রিয়ালকে। রামোসের জায়গায় মাঠে নামা এদের মিলিতাও রাফায়েল ভারানের সঙ্গে কতটুকু সফল হতে পারবেন। রামোসহীন রিয়াল-রক্ষণভাগকে ভারান কীভাবে নেতৃত্ব দিয়ে সিটির ঘর থেকে জয় ছিনিয়ে আনতে পারবেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তরেই রিয়ালের জন্য বরাদ্ধ হয়েছে একরাশ হতাশা। দলের রক্ষণভাগকে... বিস্তারিত
সেই রামোসের না থাকাই ভোগালো রিয়ালকে

No comments