জন্মদিনে আজ গান শোনাবেন লুইপা
লুইপার আজ জন্মদিন। করোনা মহামারির সময়ে ঘটা করে জন্মদিন উদ্যাপন করা হবে না তাঁর। এই দিনে তবু সবাইকে গান গেয়ে শোনাবেন তিনি। আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রথম আলোর ফেসবুক লাইভে শোনা যাবে জিনিয়া জাফরিন লুইপার গান। করোনায় বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছে মানুষ। তাদের বিষণ্নতা দূর করতে প্রথম আলো আয়োজন করেছে গানের বিশেষ অনুষ্ঠান ‘ঘরে বসে শোনাব গান’। নিজ নিজ ঘরে বসে গান গেয়ে শ্রোতাদের মন... বিস্তারিত
জন্মদিনে আজ গান শোনাবেন লুইপা

No comments