ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়াল
নয়াদিল্লী, ২৩ আগস্ট - করোনাভাইরাসের উর্বরভূমিতে পরিণত হয়েছে ভারত। প্রতিদিনই অর্ধলাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে। তাতে গতকাল শনিবার (২২ আগস্ট) করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। ২০ লাখ আক্রান্তের মাত্র ১৫ দিনেই করোনা পজিটিভের সংখ্যা ৩০ লাখ ছাড়ালো। সরকারি হিসাবে ৭ আগস্টের পর থেকে ২০ লাখের বেশি রোগী পাওয়া গিয়েছে। গতকাল সকালে সর্বশেষ বুলেটিনে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ২৯ লাখ ৭৫ হাজার ৭০১ জন। রাতে বেড়ে তা দাঁড়ায় ৩০ লাখ ৫ হাজার ২৮১ জনে। গতকাল একদিনে সর্বোচ্চ ৬৯ হাজার ৮৭৮ জনের পজিটিভ হয়। আরও পড়ুন: আফগানিস্তানে তালেবান-সেনা সংঘর্ষে নিহত ১২৮ আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে ভারত। দেশটিতে গত ১৮ দিন ধরে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ হয়েছে। ভারতে সবচেয়ে মারাত্মক অবস্থা মহারাষ্ট্র রাজ্যে। সেখানে ৬ লাখ ৫৭ হাজার ৪৫০ জনের করোনা হয়েছে। এর পরে আছে তামিলনাড়ু (৩৭৩৪১০) ও অন্ধ্র প্রদেশ (৩৪৫২১৬)। সূত্র : রাইজিংবিডি এন এইচ, ২৩ আগস্ট
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়াল
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়াল
No comments