দ. কোরিয়ায় নতুন করে উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ!
সিউল, ২৩ আগস্ট - দক্ষিণ কোরিয়ায় নতুন দফায় উদ্বেগজনক হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। আজ রোববার (২৩ আগস্ট) কোভিড রোগী শনাক্ত হয়েছে ৩৯৭ জন, যা ৭ মার্চের পর সর্বোচ্চ। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এক খবরে এই তথ্য জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সব বড় শহর ও প্রদেশেই আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (কেসিডিসি) বলছে, নতুন আক্রান্তদের মধ্যে ৩৮৭ জন স্থানীয়ভাবে সংক্রমিত। তাদের মধ্যে ২৯৭ জন সিউলের এবং আশপাশের এলাকার। আরও পড়ুন: চীন-পাকিস্তান সম্পর্ক আরও জোরদার হচ্ছে নতুন আক্রান্তদের বেশিরভাগেরই উত্তর সিউলের একটি চার্চের সঙ্গে যোগসূত্র রয়েছে। রাজধানীর সারাং-জেইল নামের ওই চার্চে প্রচুর জনসমাগম হয়েছিল গত সপ্তাহে। সংক্রমণ ঊর্ধ্বগামী হওয়ায় সারা দেশে করোনার বিধিনিষেধ আরোপ করেছে সরকার। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৯৯ জন। নতুন করে কারও মৃত্যু হয়নি। মোট প্রাণহানি ৩০৯ জনের। সূত্র : রাইজিংবিডি এন এইচ, ২৩ আগস্ট
দ. কোরিয়ায় নতুন করে উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ!
দ. কোরিয়ায় নতুন করে উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ!
No comments