করোনাভাইরাস নিয়ন্ত্রণে নেওয়াই প্রথম পদক্ষেপ হবে: বাইডেন
ওয়াশিংটন, ২২ আগস্ট - করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। তবে এই মুহূর্তে করোনা সংক্রমণে বিশ্বের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আর এজন্য দায়ী করা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতাকে। তবে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলে অগণিত জীবন কেড়ে নেওয়া এই ভাইরাসের নিয়ন্ত্রণ নেওয়াই প্রথম পদক্ষেপ হবে বললেন ডেমোক্রেটিকদলীয় প্রার্থী জো বাইডেন। এ ব্যাপারে ডেমোক্রেটিকদের জাতীয় সমাবেশে দেওয়া বক্তব্যে বাইডেন বলেছেন, আমরা কখনোই আমাদের অর্থনীতিকে আগের অবস্থায় পাবো না, কখনও আমরা শিশুদের স্কুলে ফিরে পাবো না, আমাদের জীবন ততদিন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় ফিরবে না যতদিন এই ভাইরাসকে মোকাবিলা করতে না পারবো। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রাশিয়া-চীন-ইরানের ইচ্ছার প্রতিফলন ঘটবে মহামারি নিয়ন্ত্রণে র্যাপিড টেস্টের উন্নয়ন করার পরিকল্পনা বাইডেনের এবং সুরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ বাড়াতে চান। একই সঙ্গে মাস্ক পরা বাধ্যতামূলক করতে চান তিনি। মহামারি মোকাবিলায় ট্রাম্পের পদক্ষেপ নিয়ে বাইডেন বলেছেন, আমাদের বর্তমান প্রেসিডেন্ট তার অধিকাংশ মৌলিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন, তিনি আমাদের রক্ষা করতে ব্যর্থ। সূত্র : বিডি প্রতিদিন এন এইচ, ২২ আগস্ট
করোনাভাইরাস নিয়ন্ত্রণে নেওয়াই প্রথম পদক্ষেপ হবে: বাইডেন
করোনাভাইরাস নিয়ন্ত্রণে নেওয়াই প্রথম পদক্ষেপ হবে: বাইডেন
No comments